ঋতুচক্রের আবর্তনে আজ ১ আষাঢ় (১৫ জুন), বর্ষার প্রথম দিন। শুরু হলো বর্ষাকাল। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষা আসে শান্তির পসরা নিয়ে। বৃষ্টির অবিরল ধারা জুড়িয়ে দেয় বাঙালির মনপ্রাণ। মাটি সিক্ত হয়, প্রকৃতিতে জাগে সবুজের হিল্লোল। কোমল বরিষণ যেন মানুষের মনের মাটিতেও আচঁড় কাটে এবং নতুন ভাবের জন্ম দেয়। ঠিক এই সময় গান, কবিতা ও নৃত্যে বর্ষা ঋতুকে বরণ করলো সিলেট জেলা শিল্পকলা একাডেমি।