মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলামের উপস্থিতিতে স্থানীয়দের মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী শফিকুল হাওলাদার। এ বিষয়ে মোংলা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা দুই পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।