মো. সুজন (৩৮) সাত বছর আগে প্রেম করে একই গ্রামের সাজেদা বেগমকে (২৫) বিয়ে করেন। সেই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের ৫ বছর পর আপন শ্যালিকা হাছনুর বেগমের (১৪) সঙ্গে দুলাভাই সুজনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের এ সম্পর্ক গোপন থাকলেও একপর্যায়ে তা আর গোপন থাকেনি।