ভোলার চরফ্যাশনে বিয়ের দাবীতে গত দুই দিন ধরে আলামিন (১৮) নামের এক প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননী প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে। এক সন্তানের জননী প্রেমিকা গত বুধবার ঢাকা থেকে চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে প্রেমিক আলামিনের বাড়িতে এসে এ অনশন শুরু করেন। এদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বসত ঘরে তালাবদ্ধ করে গাঁ-ঢাকা দিয়েছে প্রেমিক আলামিনসহ তার পরিবারের সদস্যরা।