বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠ দক্ষিণাঞ্চল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মানুষ। গত কয়েকদিনে উপজেলায় লোডশেডিং বেড়েছে। আষাঢ়ে ভ্যাপসা গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন বিদ্যুতের এমন আসা-যাওযার লুকোচুরি খেলায় দূর্বিষহ বেকায়দায় পড়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বা গ্রামের মানুষজন। জানা গেছে, প্রয়োজনীয় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে এই লোডশেডিং।