সানির শঙ্কা, অতীতকে তো আর পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়! একদিন নিশ্চয়ই তার সন্তানরা তার নষ্ট অতীতের কথা জানতে পারবে। বড় হওয়ার পর যখন তার সন্তানরা মায়ের নষ্ট অতীতের কথা জানবে তখন হয়তো তারা তা মেনে নিতে পারবে না। কিংবা মাকে অপছন্দ করতে শুরু করবে। এমন ভাবনা সবসময় তাড়িয়ে বেড়ায় তাকে।