চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় ‘নীরবতা সম্ভব না’ আগামী ৬ আগস্ট শনিবার সন্ধা সাতটায় মঞ্চস্থ হবে। মূকাভিনয়ের প্রচলিত ধারার বিপরীতে বাঙলা বর্ণনাত্মক রীতি অনুসরণ ও প্রাচীন গ্রিক মূকাভিনয়ের ধারায় দৃশ্যকাব্য উপস্থাপন রিজোয়ানের মূকাভিনয়ের বৈশিষ্ট। দীর্ঘ মূকাভিনয় চর্চার মধ্য দিয়ে তিনি মূকাভিনয়ে নিজস্বতা তৈরি করেছেন।