আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতিও হয়। ওই ঘটনার পর সোহেল চৌধুরীকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা আঁটেন আজিজ মোহাম্মদ ভাই, আশিষ চৌধুরী এবং বান্টি ইসলাম।
দীর্ঘ ২৪ বছর আগের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত একটি হত্যা মামলা জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলা। অবশেষে মামলাটির চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি পলাতক আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।