কুড়িগ্রামে জমি লিখে না দেয়ায় পিটিয়ে মায়ের হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে বড় ছেলে রবিউল ইসলাম মিঠু এবং ভাতিজা মুন্নার বিরুদ্ধে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দিলে প্রধান আসামীকে গ্রেফতার করলেও পালিয়েছে বহুল আলোচিত ধর্ষণসহ একাধিক মামলার আসামী আরিফুল ইসলাম মুন্না। সন্তান কর্তৃক মায়ের হাত ভেঙে দেয়ার ঘটনাটি কুড়িগ্রামে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।