প্রতিটি ওয়ার্ডে ৭১টি করে গাছ রোপন করে তাক লাগিয়ে দিয়েছেন নড়াইলের খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ। মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়া একটি সড়কে লাগিয়েছেন ১৯৭১টি গাছ। রোপনকৃত গাছের মধ্যে রয়েছে-ফলদ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছ।