
সৌদির জেদ্দায় বলিউড তারকাদের মেলা
বিনেোদন ডেস্ক: ইসলামী রাষ্ট্র সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড তারকাদের মেলা বসেছে। চলমান রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবার ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা যোগ দিয়েছেন।
আন্তর্জাতিক মানের এ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর এবং ফ্রিদা পিন্টো মতো বলিউড তারকারা রেড কার্পেটে হাঁটেন।১ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠানটির উদ্বোধন হয়। দিনের শুরুতে ১৯৯৫ সালের বলিউডের তারকা শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ প্রদর্শিত হয়। প্রদর্শনীতে এ দুই তারকা অংশ নেন। এ সময় এই তারকা যুগল কালো রংয়ের পোশাকে দেখা গেছে।
প্রিয়াঙ্কা চোপড়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (২ ডিসেম্বর) লাল গালিচায় হাঁটেন সোনম কাপুর।
এছাড়াও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সৌদি আরবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কারিনা কাপুর, সাইফ আলী খান, প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরও অংশ নিয়েছিলেন। সূত্র: এনডিটিভি
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description