
সোনার বুট কে পেতে পারেন: দৌড়ে আছেন যারা
খেলার খবর ডেস্ক: মরুর দেশ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। তবে শেষ ষোলোতে খেলছে কোন কোন দল সেটাও প্রায় নির্ধারিত হয়ে গেছে। বড় আসর বিশ্বকাপের অন্যতম আকর্ষণ গোল্ডেন বুট কে পাবেন। সে নিয়েও নানা জল্পনা কল্পনা ও স্বপ্ন বোনা চলছে। কাতার বিশ্বকাপে শেষ পর্যন্ত কে পাবেন সোনার বুট?
এর জন্য লড়াইয়ে এগিয়ে চারজন। তারা হলেন, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড, নেদারল্যান্ডসের কোডি গাকপো ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার গোল তিনটি। তবে ভ্যালেন্সিয়ার দল বিদায় নেওয়ায় তার আর গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই, যা আছে বাকি তিন জনের ।
২ গোল নিয়ে এখনো দৌড়ে আছে লিওনেল মেসি সহ আরও ১১ জন। এদের মধ্যে সৌদি আরবের দাওসারি, ইরানের তারেমি আগেই বাদ পড়ে গেছে। রাত ১টার খেলায় মেসি কাল পেনাল্টি মিস না করলে অবশ্য তার গোলও হতো তিন। মেসিসহ ব্রুনো ফার্নান্দেজ, রিচার্লিসন, অলিভিয়ের জিরুরা সুযোগ পাচ্ছেন নকআউটে বাড়িয়ে নেওয়ার।সব মিলিয়ে সবার ওপরে এমবাপ্পে ও ব্রুনো। ব্রুনো দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট, আর এমবাপ্পে তিন গোলের সাথে অ্যাসিস্ট একটি।
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description