সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১ (ভিডিও)

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় গতকাল ২৩ জানুয়ারি তারিখ বিকাল ৩:১৫ মিনিটের দিকে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারে জুয়েল স্টোরের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা, নগদ ১১ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাকিব হাসান রনি (২৮)। সে সিরাজগঞ্জের সলঙ্গার গোবিন্দপুরের মরহুম আঃ কাইয়ুম সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী রাকিব হাসান রনি দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় ও বিক্রয় করে আসছিলো। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় বিষয়ে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description