
রাতারাতি কোটিপতি ব্রুক
অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের হয়ে মাত্র ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হ্যারি ব্রুক। গত বছরই তার অভিষেক ঘটে ইংলিশ জার্সিতে। এরপর বিস্ফোরক ব্যাটিং করা ব্রুক জায়গা করে নিলেন স্বপ্নের আইপিএলে। নিলামে তাকে সোয়া ১৩ কোটি রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
রাতারাতি কোটিপতি হয়ে ব্রুক যেন হারিয়ে ফেললেন মুখের ভাষাও, ‘সত্যি করে বলতে গেলে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভেবেছি আমাকে নেবে, কিন্তু এভাবে এত টাকা দিয়ে নেবে সেটা কল্পনার বাইরে ছিল।
‘তবে একটা বিষয় আমি বলতে চাই, প্রচুর টাকা নিয়ে আমি অনুপ্রাণিত না। অবশ্যই এটা দারুণ কিছু। কিন্তু আমি সেরা দলের হয়ে ক্রিকেট খেলে যেতে চাই এবং ইংল্যান্ডের হয়ে যতদিন পারি খেলে যাবো। হ্যাঁ, আইপিএল আমার বড় স্বপ্ন ছিল, টাকা বড় বোনাস আমার জন্য। এটাই শেষ নয়। আমি খেলবো কারণ আমি ব্যাটিং ভালোবাসি।’- আরও যোগ করেন ব্রুক।
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description