রাজধানীতে এলডিপির বিক্ষোভ সমাবেশ ২৫ জানুয়ারি

চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৫ জানুয়ারি দুপুর ২.৩০ মিনিটে রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আজ সোমবার, ২৩ জানুয়ারি এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকালে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। সমাবেশটি সফল করার জন্য ঢাকা মহানগর এলডিপিসহ দলের প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।
বৈঠকে এলডিপি প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এ্যাড. এস এম মোর্শেদ, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description