যমুনার চরাঞ্চলে অপরাধীর স্থান হবে না: এসপি

পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাধীন কাজলা ইউনিয়নের টেংরাকুড়া বাজারে থানা এবং কাজলা ইউনিয়নবাসীর উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ৫ ডিসেম্বর সকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
এ সময় তিনি বলেন, এই চরাঞ্চলে মানুষ খুবই শান্তি প্রিয়। আপনারা সবাই বগুড়া জেলা পুলিশের ছায়া তলে একত্রিত হয়ে সব অপরাধ নির্মূল করতে সহযোগিতা করবেন। নিরাপদ কাজলা নামে আপনারা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে সবাইকে সঙ্গে নিয়ে সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে।
পাশাপাশি পুলিশিং সেবা আরও তরান্বিত করতে চরে পুলিশ ফাঁড়ি স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয়দের সঙ্গে আইনশৃংখলা বিষয়ে কথা বলেন। সমাবেশ শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ মোশারফ সরকার, জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রিপন, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ তাজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী সরকার প্রমুখ। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার ঘোষ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description