
ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলার খবর ডেস্ক: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াচ্ছে আজ রবিরার। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
বাংলাদেশ আজকের খেলায় তিন পেসার দিয়ে একাদশ সাজিয়েছে। তারা হলেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ আর এবাদত হোসেন।
আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে এসেছে দুটি পরিবর্তন। নেই তামিম ইকবাল আর তাইজুল ইসলাম। তাদের বদলে ঢুকেছেন লিটন দাস আর সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশে যারা রয়েছেন:
বাংলাদেশের লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
ভারতীয় একাদশে যারা রয়েছেন:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ সেন।
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description