বিএনপি দেশকে লুটে পুটে খেয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আগামীতে দেশের জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনার সুযোগ দেবে না। জনগণ জানে এই সংগঠনটি বিগত সময়ে দেশকে লুটে পুটে খেয়েছে। তারা লন্ডনে বসে এতিম এবং দেশের মানুষের টাকা লুটপাট করেছে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষকে বিদ্যুৎ সেবা না দিয়ে বিদ্যুতের খুঁটি বাণিজ্য করেছে। দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় তিন হাজার দুইশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশে ব্যাপক লোডশেডিং রেখে মানুষকে দুর্বিষহ করে রেখেছিল। আজ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে সরকার ও ঘরে ঘরে মানুষের মাঝে বিদ্যুৎ সেবা পৌঁছে দিয়েছে।
বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হতদরিদ্র গরিব, অসহায়, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বান্দরবানের সহস্রাধিক হতদরিদ্র ও গরিব শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
এ সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের লাগামহীন এবং অশালীন বক্তব্যের নিন্দা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আগামীতে দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ওপর পূর্ণ আস্থা রাখতে ও সুখী, সমৃদ্ধশালী এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description