ফেনীতে ছাত্রলীগের মতবিনিময় সভা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ও স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ের সাথে মতবিনিময় সভার মাধ্যমে প্রস্তুতি শুরু করছে ফেনী জেলা ছাত্রলীগ।
রবিবার (২২ জানুয়ারি) ফেনী সদর, পৌরসভা ও সরকারি কলেজ ইউনিট, ইউনিয়ন ওয়ার্ড সহ ছাত্রলীগের মতবিনিময় সভা ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা শাখা সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ফেনী সরকারি কলেজ শাখা সভাপতি নোমান হাবিব, পৌর শাখা সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার।
ফেনী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, নির্বাচন কেন্দ্রিক ছাত্রলীগ যাতে জেলার প্রতিটি ওয়ার্ডে ইউনিয়ন এ সুসংগঠিত থাকে ও ঐক্যবদ্ধ থাকে সেজন্য তৃণমূলের পরামর্শ গ্রহণ করা হবে। পাশাপাশি কর্মীদের নির্বাচনের আগে উদ্বুদ্ধ করতে সবার সাথে আলোচনা করে নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, প্রথম ধাপে আজ ফেনী সদর, পৌরসভা ও কলেজ নিয়ে মতবিনিময় করা হয়েছে। ধারাবাহিকভাবে সকল ইউনিটে আয়োজন করা হবে। আমরা তৃণমূলে যাব তাদের কথা শুনব এবং সভাপতি সম্পাদক থেকে পরামর্শ নিব আমরাও দিব। এতে করে দলের সমস্যা সমাধান হবে এবং নির্বাচনে শক্তিশালী অবস্থান বজায় থাকবে।
ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, জেলা ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা নির্বাচনকে কেন্দ্র করে বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অপরাজনীতি ও অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে তৃণমূল পর্যায়ে এ সভা করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের অবস্থা যাচাই বাছাই করে তৃণমূলের সমস্যা সমাধান করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে তাদের সাথে আলোচনা করে তাদের কথা শুনে নির্দেশনা দেয়া হবে। দলকে নির্বাচনমুখী করতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর বার্তা তৃণমূলে পৌছে দিতে এ উদ্যোগ। যা ধারাবাহিকভাবে প্রত্যেক ইউনিটে করা হবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description