dark_mode
Monday, 05 December 2022
Logo

ফাগুন হাওয়ায় বসন্ত

ফাগুন হাওয়ায় বসন্ত
ফাগুন হাওয়ায় বসন্ত  
কবি: আবির হাসান ইবনে হাবিব 

ঋতুরাজ বসন্ত এসেছে
কড়া নাড়ছে দরজায়,
ফুলেদের রাজ্যে ভরা মৌসুম
যেদিকে তাকাই দুচোখ জুড়ায়।

ফাগুন হাওয়ায় আনমনে ভাবনায়
হাতে হাত রেখে কত পথ হেঁটেছি,
দুজনার কত অবসর কেটেছে কৃষ্ণচূড়ার ছায়ায়
সব স্মৃতি জমে আছে স্মৃতির পাতায় পাতায়।

ধূসর কুয়াশা সরে সোনারোদ খেলা করে
গাছে গাছে ফুলের মুকুল বাগান জুড়ে।

চারিদিকে গাইছে কোকিল গান
নাচছে মন উতলা হচ্ছে প্রাণ,
সখী খুলে দাও বাতায়ন
দখিনা বাতাস মনে জাগায় শিহরণ।

রক্তরাঙা শিমুলের রূপে ছুটে আসে পাখিরা
আমের মুকুলের গন্ধে ছুটে আসে অলিরা,
পহেলা ফাল্গুনে খোঁপায় গাঁদা ফুল গুজে
বাসন্তী পিরানে রমনিরা সাজে।

জোছনা রাতে সুবাস ছড়ায় সন্ধ্যামালতী
বসন্ত জুড়ে অপরূপ সাজে থাকে প্রকৃতি,
বসন্ত জুড়ে থাকে বেলি ফুলের সম্ভার
মালা গাথায় এ ফুলের জুড়ি মেলা ভার।

বারবার বসন্ত ফিরে ফিরে আসুক
নানা রূপে প্রকৃতি হাসুক,
আনন্দে মাতুক মানুষের মন
বসন্তে প্রকৃতি করুক নানা আয়োজন।

comment / reply_from

newsletter

newsletter_description