
ডিমলায় পাট বীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি: সোনালী আঁশের সোনার দেশ,পাট পন্যে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডিমলায় নাবী পাট বীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৫ ডিসেম্বর)উপজেলা পরিষদ হলরুমে পাট মন্ত্রনালয় ও পাট অধিদপ্তর ডিমলার আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও ডিমলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমান প্রমূখ।প্রশিক্ষণ শেষে ৫০ জন অংশগ্রহণকারী পাট চাষীদের মাঝে উন্নত মানের পাটের তৈরি ব্যাগ ও সম্মানী প্রদান করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description