গোপন বৈঠক চলাকালে ২ জামায়াত নেতা আটক

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমিরসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল উপজেলার গোপালনগর গ্রামের মোশারফের বাড়ি থেকে তাদের আটক করে। আটকরা হচ্ছে- উপজেলার বিশ^নাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর খানজাহান আলী (৪১) ও গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে উপজেলা জামায়াতের রোকন হাবিবুর রহমান (৩৭)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপালননগর গ্রামের মোশারফের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা সম্ভব হয় খানজাহান ও হাবিবুর রহমানকে।
ওসি মেহেদী রাসেল আরও জানান, অভিযান চলাকালে উদ্ধার করা হয় চাঁদা আদায়ের রশিদ ও বিপুল পরিমাণ ইসলামী জিহাদী বই। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description