
কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপি মিডিয়া সেলের বিনম্র শ্রদ্ধা
অনলাইন ডেস্ক: প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে তারা ফাতিহা পাঠ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় সেলের সদস্যরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মিডিয়া সেল সদস্য ডক্টর মোর্শেদ হাসান খান, শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন, আতিকুর রহমান রুমন ও শায়রুল কবির খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজী, মীর শাহে আলম, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির প্রমুখ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description