
কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
অনলাইন ডেস্ক: আগামী ২৪ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর ৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
এর মধ্যে রয়েছে আরাফাত রহমান কোকোর বনানীস্থ কবরস্থানে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল। দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান।
দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান ও এতিমখানায় দোয়া অনুষ্ঠান এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description