
কাঁঠালবাড়ীর আলমগীর রানার জোড়া লাগা শিশু দুটির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: দেশে প্রথম কোন মেরুদন্ডে জোড়া লাগা অবুঝ শিশু নুহা ও নুবার চিকিৎসা করার সকল ব্যয় বহন করবেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দির আহমেদ।
বৃহস্পতিবার সকালে তিনি এ সব তথ্য জানান। দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুকে আলাদা করার প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় বিএসএমএমইউতে বসেছে মেডিকেল বোর্ডের সভা।
অবুঝ শিশু দুটি’র অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তাকে আরো সহায়তা করবেন কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকবাংলাদেশে এ প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগা শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে। এর আগে এই হাসপাতালে পেটে জোড়া লাগা শিশুর অস্ত্রোপচার হয়েছে।
তথ্য সূত্রে জানা গেছে, জোড়া লাগা শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা। তিনি পেশায় পরিবহণ শ্রমিক। প্রায় সাড়ে সাত মাস আগে রানার স্ত্রী নাসরিন যমজ কন্যাসন্তানের জন্ম দেন। শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়ালাগা।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে কনজয়েন্ড টুইন বলে। তাদের বয়স মাত্র সাত মাস ১৩ দিন। যমজ শিশু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description