dark_mode
Monday, 05 December 2022
Logo
আরব সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নেইমারসহ তার সতীর্থ খেলোয়াড়দের নাচ বন্ধ: কোচ

আরব সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নেইমারসহ তার সতীর্থ খেলোয়াড়দের নাচ বন্ধ: কোচ

খেলার খবর ডেস্ক: ব্রাজিলের সুপারস্টার খেলোয়াড় নেইমার আঘাত পাওয়ার অজুহাত দেখিয়ে ফাউল ও ফ্রি-কিক আদায়ের অভিযোগ আছে। কথিত আছে, প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সাথে হালকা স্পর্শেই মাঠে গড়াগড়ি দেন নেইমার। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা, ট্রলও হয়েছে প্রচুর। অনেকে খেলার মাঠের পাক্কা অভিনেতাও বলে থাকেন নেইমারকে।

 

অভিনয় বন্ধ হবে কি না সেই বিষয়ে তেমন সঠিক কোনো নির্দেশনা না আসলেও কাতার বিশ্বকাপে গোল দেওয়ার পর নাচা-নাচি বন্ধ হচ্ছে নেইমারসহ তার সতীর্থ খেলোয়াড়দের। কাতার বিশ্বকাপ টুর্নামেন্টে আরব সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে গোলের পর তাদের আপত্তিকর নাচানাচি বন্ধ করার অনুরোধ জানিয়েছেন স্বয়ং ব্রাজিলের কোচ অ্যাডেনর লিওনার্দো বাচ্চি (তিতে)।

বুধবার, তিতে সংবাদ মাধ্যমে বলেছেন, অবশ্যই অন্যকে সম্মান করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন এটি (গোল উদযাপন) স্বাভাবিকভাবেই করতে হবে। আমরা আরব সংস্কৃতিকে সম্মান করব। অনুগ্রহ করে আমাদেরকেও সম্মান করুন।

আরব সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নেইমারসহ তার সতীর্থ খেলোয়াড়দের নাচ বন্ধ: কোচ

এ মৌসুমে জনপ্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে গোল করার পর নাচতে শুরু করেন। পরে এই নাচের জন্য স্পেনে সমালোচিত হয়েছিলেন ফেলো ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। কাস্তিলীয় স্পেনীয় ভাষার দেশ স্পেনের সমালোচনা সত্ত্বেও তিনি এবং সতীর্থ রদ্রিগো নাচতে থাকেন এবং বিশ্বকাপে জাতীয় দলে যাওয়ার সময়ও একই রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: এনবিসি টেন

comment / reply_from

newsletter

newsletter_description