Home খবর আন্তর্জাতিক ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে ফেরা (ভিডিও)

ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে ফেরা (ভিডিও)

চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন সৌভাগ্যবান এক নারী।

বিস্ময়কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনায়। ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার দেশ হিসেবেও সুপরিচিত দেশটি।

আর্জেন্টিনার গনজালেজ কাতান শহরের একটি রেল স্টেশনে সম্প্রতি অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটে।

রেলস্টেশন সংলগ্ন এলাকায় স্থাপিত নজরদারি ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে ট্রেনের নিচে পড়ে গিয়েও বেঁচে ফেরার সেই অবিশ্বাস্য দৃশ্য।

সিসিটিভি ভিডিও ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ দেখা যায়, রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলেন সাদা পোশাক পরা এক নারী। হঠাৎ হেলে-দুলে হাঁটতে শুরু করেন তিনি।

ঠিক সেসময়েই এলোমেলো পা ফেলে স্টেশনের ভেতর দ্রুত গতিতে ছুটতে থাকা ট্রেনের নিচে গিয়ে পড়েন ওই নারী। একদম ট্রেনের নিচে চলে যান তিনি।

মারাত্মক এই দুর্ঘটনার কবলে পড়েও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই নারী। ট্রেন থামার পর সঙ্গে সঙ্গে ট্রেনের নিচ থেকে তাকে টেনে তোলা হলে দেখা যায় তিনি অক্ষত আছেন।

ট্রেনের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধারের পর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ওই নারীকে বসিয়ে দেওয়া হয়। এরপর তিনি সেখানেই শুয়ে পরেন।

কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসিয়ে ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে ওঠানো হয় ওই নারীকে। এরপর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

Exit mobile version