Home ফিচার আহত মালাইকাকে নিয়ে অর্জুনের হাসপাতাল ত‌্যাগ (‌ভি‌ডিও)

আহত মালাইকাকে নিয়ে অর্জুনের হাসপাতাল ত‌্যাগ (‌ভি‌ডিও)

সড়ক দুর্ঘটনায় আহত বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম গার্ল, মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরাকে নিয়ে হাসপাতাল ত‌্যাগ করলেন তার হাঁটুর বয়সী প্রেমিক ব‌লিউড অ‌ভিনেতা অর্জুন কাপুর।
সড়ক দুর্ঘটনায় আহত বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম গার্ল, ম‌ডেল ও অভিনেত্রী মালাইকা অরোরাকে নি‌য়ে হাসপাতাল ত‌্যাগ কর‌লেন তার হাঁটুর বয়সী প্রেমিক ব‌লিউড অ‌ভি‌নেতা অর্জুন কাপুর।

সড়ক দুর্ঘটনায় আহত বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম গার্ল, ম‌ডেল ও অভিনেত্রী মালাইকা অরোরাকে নি‌য়ে হাসপাতাল ত‌্যাগ কর‌লেন তার হাঁটুর বয়সী প্রেমিক ব‌লিউড অ‌ভি‌নেতা অর্জুন কাপুর।

শনিবার, ২ এপ্রিল রাতে মুম্বাই‌য়ে সড়ক দুর্ঘটনার কব‌লে প‌ড়েন মালাইকা। সে‌দিন মুম্বাই-পুনে মহাসড়ক ধ‌রে চলার প‌থে মালাইকার গাড়ির স‌ঙ্গে দুটি টুরিস্ট ভ্যানের সংঘর্ষ হয়।

মালাইকাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তিনি কপা‌লে চোট পে‌য়ে‌ছেন। তার ক্ষতস্থানে কয়েকটি সেলাইও দি‌তে হয়। অ‌ল্পের জন‌্য বড় রকম আঘা‌তের হাত থে‌কে রক্ষা পান মালাইকা। মাথায় চোট লাগ‌লে বিপ‌দের আশংকা ছিল ব‌লে জানান চি‌কিৎসক।

এদিকে সোশ‌্যাল মি‌ডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও‌তে দেখা গে‌ছে, হাসপাতাল থেকে গাড়িতে ক‌রে বের হচ্ছেন অর্জুন। বলা হ‌চ্ছে, ওই গা‌ড়ি‌তেই প্রেমিকা মালাইকাকে নিয়ে হাসপাতাল ছে‌ড়ে‌ছেন অর্জুন।

মালাইকার সর্বশেষ শারী‌রিক প‌রি‌স্থি‌তির কথা জা‌নিয় তার বোন ব‌লিউড অ‌ভি‌নেত্রী অমৃতা আরোরা বলেছেন, দিদি (মালাইকা) এখন ভালো আছে। তার শারী‌রিক অবস্থা স্থিতিশীল র‌য়ে‌ছে। এখন থে‌কে বাসাতেই বিশ্রাম নেবে মালাইকা।

Exit mobile version