এবার ঈদে টানা ৯ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সে আশায় গুড়েবালি। ৫ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়নি। কাজেই সরকারি চাকুরেদের ৯ দিন ঈদের ছুটি কাটানো হবে না। এই দুঃসংবাদ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি ছুটির তালিকায় আগামী ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি নির্ধারিত আছে। তার আগে ১ মে শ্রমিক দিবসের ছুটি। আর ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ২৯ এপ্রিল থেকেই ঈদের ছুটি শুরু হয়ে যাবে।
কিন্তু ৫ মে, বৃহস্পতিবার সব অফিস খোলা থাকবে। আবার ৬ ও ৭ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৫ মে ছুটি দিলে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়ত দেশ।
৫ মে ছুটি দেওয়া হতে পারে- এমন গুঞ্জন উঠেছিল। কিন্তু গুঞ্জন শুধু গুঞ্জনই রয়ে গেল। সত্যে পরিণত হলো না। গুঞ্জন উড়িয়ে দিয়ে আগামী ৫ মে ছুটি থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিনের ছুটি ভোগ করতে চাইলে ৫ মে ছুটি নিতে হবে। ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না।