টিকা সাধারণত মানবদেহের রগ, চামড়া বা মাংসপেশীতে দেওয়া হয়। আর করোনা টিকা দেওয়া হয় মাংসপেশীতে। অনেকেই প্রশ্ন করে থাকেন, রোজা রেখে করোনা টিকা নিলে রোজাভঙ্গের কারণ হবে কিনা।
বাংলাদেশের আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেছেন যে, রোজা রেখেও করোনা টিকা নেওয়া যাবে। বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও একই মতামত প্রদান করেছেন।
আলেম সমাজের মতে, করোনা টিকা মানুষের মাংসপেশীতে দেওয়া হয়। এটি সরাসরি খাদ্যনালী কিংবা পাকস্থলীতে প্রবেশ করে না। কাজেই রমজান মাসে একজন রোজাদার করোনা টিকা দিলে রোজা ভাঙবে না।