Home খবর স্বাস্থ্য করোনায় মৃত্যুশূন্য দেশে আক্রান্ত ১০

করোনায় মৃত্যুশূন্য দেশে আক্রান্ত ১০

করোনায় মৃত্যুশূন্য দেশে আক্রান্ত ১০
করোনায় মৃত্যুশূন্য দেশে আক্রান্ত ১০

সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন অদৃশ‌্য ও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ০.৩৮ শতাংশ। এই সময়ের ভেতর করোনায় কেউ মারা যায়‌নি।

শনিবার, ৭ মে করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ‌দিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৬৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৩৮ শতাংশ। শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ।

নতুন ১০ জনসহ এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে। আর করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯১২৭ জনের।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ‌মোট ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ১০ দিন পর করোনার ছোবলে প্রথম কারও মৃত্যু হয়।

Exit mobile version