Home খবর স্বাস্থ্য ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। এ সময় ৬ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ২৯ হাজার ১২৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন।

Exit mobile version