
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারির প্রকোপ কমে এলেও যে দেশে অদৃশ্য প্রাণঘাতী ভাইরাসটির জন্ম সেই চীনে বেড়ে গেছে করোনা সংক্রমণের হার।
বুধবার, ৬ এপ্রিল দেশটিতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়। মহামারি শুরুর পর থেকে দুই বছরের মধ্যে সেখানে একদিনে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দৈনিক শনাক্তের ঘটনা।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, বুধবার নতুন করে ২০,৪৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অবশ্য সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। বেশিরভাগ করোনা রোগীর মধ্যেই তেমনভাবে উপসর্গ পরিলক্ষিত হয়নি।
চীনের ৮০ শতাংশেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে বৃহত্তম নগরী সাংহাইয়ে। আড়াই কোটি জনসংখ্যার শহরটিতে ধাপে ধাপে লকডাউন দিয়েও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। সাংহাইয়ের কাছে করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।