
সারাদেশে সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এই সময়ের ভেতর নতুন করে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার, ২৫ এপ্রিল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬,২৫১টি নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০.৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যা ২৯,১২৭ জনে স্থির রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯৯ জন করোনা রোগী। এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিনের মাথায় করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দেশে।