সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০.৭৫ শতাংশ। এই সময়ের ভেতর করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার, ১৭ মে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।
এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশে মোট ৮৭৯টি পরীক্ষাগারে মোট ৪,২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৪,২৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ০.৭৫ শতাংশ।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৮৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে মোট করণা শনাক্তের হার ১৩.৮৯ শতাংশ। এখন পর্যন্ত সর্বমোট ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন করোনা রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
আগের দিন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৩৭ জনের করোনা শনাক্ত হয়। নতুন ৩৭ জনসহ মোট রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন। এই সময়ের ভেতর বিশ্বজুড়ে তান্ডব চালানো প্রাণঘাতী অদৃশ্য ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।