ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ছিল ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপের ক্যারিয়ারের শততম ম্যাচ। এমন ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন হোপ। বিশ্বের দশম ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনি শততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন।
শততম ওয়ানডেতে সেঞ্চুরি কওর সর্বপ্রথম এই তালিকায় নাম তুলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ। ১৯৮৮ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে শততম ওয়ানডেতে তিনি অপরাজিত ১০২ রান করেছিলেন। গ্রিনিজের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ও রামনারায়েশ সারওয়ান শততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন।
এছাড়াও শততম ওয়ানডেতে সেঞ্চুরির নজির গড়েছেন নিউজিল্যান্ডের ক্রিস কেয়ানর্স, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের মার্কোস ট্রেসকোথিক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের শিখর ধাওয়ান। নিজের শততম ওয়ানডেতে ১৩৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১১৫ রান করেন হোপ। যদিও দলকে জেতাতে পারেননি।