মোঃ মশফিকুর রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগারের কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রবীণ উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শাখিফুজ্জামান, সুজন বসুনিয়া, মুজতাহিদ হাসান রাফি, মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ।
শেষে সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাখিফুজ্জামানকে সভাপতি, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সুজন বসুনিয়াকে সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মুজতাহিদ হাসান রাফিকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি (২০২২-২৪) ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, তুহিন তৌফিক, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মাসুক, পাঠচক্র সম্পাদক মিনহাজুল মিশুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এক্তেকার জাহান লিজা, সমাজ কল্যাণ সম্পাদক নুসরাত অর্থী, শিক্ষা সম্পাদক রাকিব হাসান নিরব, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, রবিউল ইসলাম আসাদ, গোলাম রব্বানী সাগর ও রাবির বিকাশ চন্দ্র শীল।
