সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উৎসব মূখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু,
পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি)দেওয়ান একরামুল হক। পরে ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে নির্মাণকৃত ঘরের জমির দলিল হস্তান্তর করা হয়।