সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা
হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা কৃষি
অফিসের আয়োজনে এক বর্ণাঢ্যশোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, মেয়র মতিউর রহমান
মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আইয়ুব আলী তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিল।