পলাশ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাকের সার্বিক নির্দেশনায় শুক্রবার বিকালে এই অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
অভিযানের সময় থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় ৮টি ড্রেজার মেশিন ও ১০হাজার ফুট বালু জব্দ করা হয়।
মেশিন সমুহ প্রশাসনের জিম্মায় এবং বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়, যাহা পরে নিলাম করা হবে।
অভিযানের সময় এহেন কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।