গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী পেল ২০০জন অস্বচ্ছল পরিবার।
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, মুড়ি, চিনি, সয়াবিন তেল ও খেজুর।ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসাবে ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী টিটু বক্তব্য রাখেন । অন্যান্যদের মধ্য থেকে মো. মোশারফ হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মো. মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ। প্রধান অতিথি মো. জয়নাল আবেদীন বলেন, ‘ভয়েস অব ঝিনাইগাতী’র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। তিনি সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান ।