
বাস বা ট্রাকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনার কথা হরহামেশাই শোনা যায়। কিন্তু বিমানের সংঘর্ষে দুর্ঘটনার খবর খুব একটা শোনা যায় না। এমন বিরল ঘটনাই ঘটেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
রোববার, ১০ এপ্রিল বিকেলে এই বিমান দুর্ঘটনা ঘটে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান একই এয়ারলাইন্সের আরেকটি বিমানের পেছনে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর দেখা যায়, বিমানের বোয়িং-৭৩৪ এর সামনের অংশ (নোজ) এবং বোয়িং-৭৮৭ এর পেছনের অংশ (টেইল) ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ ও দুর্ঘটনার পেছনের কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
সংঘর্ষের কারণে রোববার রাতের বিমানের দুবাই ফ্লাইট বাতিল করা হয়। যাত্রীদের সোমবার (১১ এপ্রিল) সকালে নতুন ফ্লাইটে দুবাই পাঠানো হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে বিমানের হ্যাংগারের ভেতরে। একটি বিমান মেরামতের পর হ্যাংগারের ভেতর নেওয়া হচ্ছিল। ভেতরে ঢোকার সময় সেটি আরেকটি বিমানের পেছনে ধাক্কা দিলে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়।