প্রায়ই নতুন নতুন ফ্য়াশন স্টেটমেন্ট ফলো করেন উরফি জাভেদ। সামাজিক যোগাযোগ ও সোসাল মিডিয়ায়র মাধ্যমে তাঁর ফ্য়াশন স্টেটমেন্ট থাকে সবার আলোচনায়। কাটা-ছেঁড়া পোশাক নিয়ে সোসাল মিডিয়াতে কম সমালোচিত হননি তিনি। এখন উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে দারিয়েছে।
নানা ধরনের পোশাক নিয়ে বরবারই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন উরফি জাভেদ। অনেক ক্ষেত্রে তিনি নিজের পোশাকও নিজেই ডিজাইন করে থাকে।
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী হলেন উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই উরফি জাভেদ দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন বলে জানা যায়।
তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী উরফি জাভেদ। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে।
এবার নীল রঙের তার গায়ে জড়িয়ে পোশাকের মতো করে নতুন এক সাজ নিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন উরফি জাভেদ। এই জট পাকানো তারের গোছাই জড়িয়ে নিয়েছেন তার স্তনের উপর। তার জড়িয়েই ঢেকে নিয়েছেন তার শরীরের নীচের গপনাঙ্গ গুলি।