মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বন্যার্ত মানুষের মাঝে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ১২শ রান্না করা খাবার ১২শ পানির বোতল,৪হাজার পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও ৭হাজার ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ ২৫ জুন শনিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানের নেত্বিতে ৫টি নৌকা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের জন্য খাবার নিয়ে ঘরে ঘরে পৌছে দেন। তাছাড়া দুটি আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়া বন্যার্ত মানুষের মাঝে পৌরসভার ৫ হাজার লিটার বিশুদ্ধ পানিবাহী গাড়ি দিয়ে পানি ও খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়াম্যান অরবিন্দ বাচ্চু, কাউন্সিলর নাহিদ আহমেদ,সৈয়দ সেলিম হক, আসাদ হোসেন মক্কু, পাপ্পু আহমেদ, পার্থ সারথি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্র্গ।