সীতাকুণ্ড প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্য,কটূক্তি ও ব্যঙ্গ করার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী
ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করা হয়।রবিবার ১২ বিকাল ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মহাসড়েক গাউছিয়া কমিটি বাংলাদেশ উদ্যোগে বিক্ষোভ মিছিল
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও হাজার হাজার মুসল্লী সমবেত হয়ে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।এসময় সমাবেশে বক্তারা বলেন,ভারতে মহানবী (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননার প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান এবং বক্তারা নুপুর শর্মা ও নবিন জিন্দালের ফাঁসির দাবী করেন।