আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শেডবোর্ড, পাখিরচালায় নিজস্ব অফিসে পিকেএসএফের অর্থায়নে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা এবং অসুস্থ্য প্রবীণদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮জুন) সকাল ১১টা টায় সমৃদ্ধি কর্মসূচীর নিজস্ব অফিসে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক লায়ন আলহাজ মোঃ আবদুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সমৃদ্ধি কর্মসূচির আওতাধীন শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা এবং অসুস্থ্য প্রবীণদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আসপাডা’র পরিচালক সুদেব চন্দ্র রায়,
আসপাডা’র এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল আলম, ইউনিয়ন ও সমৃদ্ধি কর্মসূচী প্রকল্পের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ও আসপাডা’র বিভিন্নস্তরের কর্মকর্তা, কর্মী ও শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।