আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী পৌর সভার ৪নং ওয়ার্ড আমগ্রামের মাখন দত্তের স্ত্রী উন্নতি দত্ত (৪০) নামের এক গৃহবধূ গুল পান করে আত্মহত্যা করেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই গৃহবধূ গুল পান করে।মাখন দত্তের চাচাতো ভাই গৌতম দত্ত জানান, শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পরিবারের উপর অভিমান করে উন্নতি দত্ত গুল পান করে।
এসময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পথিমধ্যে কানাইপুর নামক স্থানে পৌঁছালে গৃহবধূর মৃত্যু হয়। পরে তার মৃতদেহ আমগ্রাম নিজ বাড়িতে নিয়ে আসলে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শনিবার বিকাল ৫টা পর্যন্ত রিপোর্ট হাতে এসে পৌছায়নি।