ইলিয়াছ হায়দার: শিবপুরে বাইতুল ফালাহ্ জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন দানবীর,সর্বজনীন নন্দিত জনতার নেতা মনজুরর এলাহী।
এসময় উপস্থিত ছিলো অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি,ড.জগলুল হায়দার ইকবাল,সহকারী অধ্যাপক,
শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিপু।ক্যাশিয়ার মোঃ ইলিয়াছ মিয়া,ভরতেরকান্দী সংগঠনের সভাপতি হানিফ মিয়া, জমি দাতা মরহুম আবদুল হাই মোল্লার পরিবারের সদস্য।
আরও উপস্থিত ছিলো অত্র মসজিদ পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ, জমি দাতা মরহুম আবদুল হাই মোল্লার পরিবারের সদস্য।