সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর ভুক্তভোগী সদস্যদের অর্থ উদ্ধারের দাবিতে সোমবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। জানা যায়, বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর
দায়িত্বরত পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের খোরশেদ আলম ভাসানি, পিতা-মৃত তোতা খাঁ, টুকু প্রাং পিতা- সাবজল হোসেন প্রাং, জহির রায়হান উকিল পিতা-জয়নাল, বাটু
মিয়া পিতা মৃত তফিছ উদ্দিন সদস্যদের অর্থ আত্মসাত করে এখন অফিসে তালা ঝুঁলিয়ে লাপাত্তা। অর্থ আত্মসাত কারিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, সমিতির ভুক্তভোগীদের অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
