শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ফেনীর ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য আনন্দ আয়োজন করে ফেনী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ)ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের সকল শিশুকে উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। উপহারের মধ্যে ছিল শিশুদের নতুন পোশাক।এছাড়া দুপুরের খাবারের আয়োজন এবং কেক কেটে শিশুদের খাওয়ানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা পুলিশ সুপার বলেন, জাতির পিতার জন্মদিনে সরকারি শিশু পরিবারের অনাথ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে ধন্য মনে করছি। যাদের বাবা নেই তাদের সব কিছু শেষ নয়। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ গঠনে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।
উল্লেখ্য, ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারে ৫৪ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার মাশকুর রহমান, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো: শহীদ উল্লাহ, ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (বালক) কাজী সামী-উল হক প্রমুখ।